রাজ্যের পৌরসভায় গ্রুপ সি ও গ্রুপ ডি পদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের মহিলা অথবা পুরুষ হয়ে থাকেন আর আপনার কোয়ালিফিকেশন যদি অষ্টম অথবা দশম পাস হয়ে থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে। আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য নিচে সম্পূর্ণ ডিটেইলস দেয়া হলো।
বিজ্ঞপ্তি নম্বর – 183
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ – 25/8/2021
আবেদনের শেষ তারিখ – 16/9/2021
পদের নাম – আইটি পার্সোনাল মোট শূন্যপদ – 1টি
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিসিএ বিএসসি ইনফরমেশন টেকনোলজি বিষয়ক পাস করতে হবে।
বয়স সীমা – বয়স হতে হবে 18 থেকে 21 বছরের মধ্যে বয়স হিসাব করবেন 01/01/2021 তারিখ হিসেবে
বেতন – শুরুতে বেতন প্রতি মাসে 10 হাজার টাকা দেওয়া হবে
2.
পদের নাম – ম্যানেজার
মোট শূন্যপদ – 1টি
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিএ অথবা হোটেল ম্যানেজমেন্টে পাস করতে হবে।
এক্সপেরিয়েন্স – কাজের দুই বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
বয়স সীমা – বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স হিসাব করবেন 01/01/2021 তারিখ হিসেবে।
বেতন – শুরুতে প্রতি মাসে 30 হাজার টাকা বেতন দেয়া হবে।
3.
পদের নাম – কুক
মোট শূন্যপদ – 1টি
শিক্ষাগত যোগ্যতা – আপনাকে অবশ্যই অষ্টম শ্রেণী পাস হতে হবে সঙ্গে দুই বছরের এক্সপিরিয়েন্স হতে হবে।
বয়স – 18 থেকে কুড়ি বছরের মধ্যে বয়স হিসাব করবেন 01/01/2021 তারিখ হিসেবে।
বেতন – শুরুতে প্রতি মাসে 11 হাজার টাকা দেয়া হবে।
4 .
পদের নাম – সার্ভেয়ার
মোট শূন্যপদ – 2টি
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারীকে মাধ্যমিক পাশ হতে হবে।
এক্সপেরিয়েন্স – কাজের পাঁচ বছরের এক্সপেরিয়েন্স হতে হবে বয়স সীমা – বয়স হতে হবে 18 বছর থেকে 21 বছরের মধ্যে বয়স হিসাব করবেন 01/01/2021 তারিখ হিসেবে।
বেতন – শুরুতে প্রতি মাসে 15000 টাকা বেতন দেয়া হবে।
আবেদন পদ্ধতি –
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন বায়ো ডাটা সহ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র একটি মুখ বন্ধ খামে সিলিগুরি মিউনিসিপালিটি জমা করতে হবে জমা দেওয়ার শেষ তারিখ 06/09/2021
যে সমস্ত নথিপত্র সংযুক্ত করতে হবে সেগুলি হল
1.বায়ো ডাটা
2.শিক্ষাগত যোগ্যতা
3.বয়সের প্রমাণপত্র
4.অভিজ্ঞতা প্রমাণপত্র
5.ভোটার কার্ড আধার কার্ড
6.পাসপোর্ট সাইজের রঙিন ছবি
নিয়োগ পদ্ধতি –
নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ তারিখ নির্বাচন করবে শিলিগুড়ি মিউনিসিপালিটি কর্পোরেশনের ওয়েবসাইটে সেই ওয়েবসাইট লিংক নিচে দেয়া হল।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
The Commissioner, Siliguri Road, Post – Siliguri, District – Darjeeling, Pin – 734001
ইন্টারভিউয়ের স্থান
The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road, Post – Siliguri, District – Darjeeling, Pin – 734001
Success Circle:-
সমস্ত চাকরির খবরের আপডেট। সঠিক তথ্য যাচাই করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হয় ৷ তাই প্রতিদিন নিত্য নতুন চাকরির আপডেট পেতে প্রতিদিন আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ৷